প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে ‘ভাই’ হতে চাওয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশনে বসেছে নবম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সখীপুরে।
ভুক্তভোগীর অভিযোগ, দুবাইপ্রবাসী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এক বান্ধবীর মাধ্যমে পরিচয়, পরে তা গড়ায় ঘনিষ্ঠতায়। একপর্যায়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ে সে।
মেয়েটির ভাষ্য, ‘প্রেমিক বিয়ে করবে বলেই আমি সবকিছুতে রাজি হই। এখন বলে, ও আমাকে ভাই বানিয়ে রাখতে চায়। আমি ওকে বলেছি, বিয়ে না করলে আমি মরে যাব। কিন্তু ও বলে, যা খুশি করো, আমার কিছু যায় আসে না।’
হতাশা থেকে প্রেমিকের বাড়ির সামনে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করে ওই ছাত্রী। সঙ্গে নিয়ে যায় প্রেমের প্রমাণস্বরূপ কিছু ছবি, চ্যাট এবং কল রেকর্ড। তবে তার আগেই যুবকটি বাড়ি ছেড়ে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া এ ঘটনায় কেউ কেউ উপহাস করলেও অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন।
এক প্রতিবেশী বলেন, ভালোবাসা যদি সত্যিই থাকে, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গের দায় কে নেবে? মেয়েটি কি কখনও তার আত্মসম্মান ফিরে পাবে না?
এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।