কেন ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক চাপালেন ট্রাম্প, জানাল হোয়াইট হাউস

রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের জানান, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ থেকে বিরত রাখতে ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

লেভিট জানান, আগে ঘোষিত ২৫ শতাংশ শুল্কের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ আরোপ করে ট্রাম্প ভারতের শুল্ক হার ৫০ শতাংশে উন্নীত করেছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে সর্বজনীন চাপ তৈরি করেছেন। ভারতের ওপর নিষেধাজ্ঞাসহ তিনি নানা পদক্ষেপ নিয়েছেন। তার অবস্থান স্পষ্ট—এই যুদ্ধ দ্রুত শেষ হোক।’

সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দেন। বৈঠকের পর ট্রাম্প একে ‘খুবই সফল’ বলে বর্ণনা করেন, আর জেলেনস্কি একে ‘এখন পর্যন্ত সেরা আলোচনা’ হিসেবে আখ্যায়িত করেন।

লেভিট বলেন, ট্রাম্পের প্রচেষ্টায় ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রে এসে সমর্থন জানিয়েছেন। ন্যাটো মহাসচিবসহ ইউরোপীয় নেতারা বৈঠকে অংশ নিয়ে এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরও জানান, ‘প্রেসিডেন্ট শান্তি চান, দ্রুত যুদ্ধের অবসান চান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বৈঠক করাতে যুক্তরাষ্ট্র কাজ করছে।’

লেভিট সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও দাবি করেন, ‘‘প্রেসিডেন্ট প্রায়ই বলেন, তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু হতো না—এবং পুতিন নিজেও এ কথা স্বীকার করেছেন।’’

ট্রাম্পের মেয়াদের পরও শান্তি চুক্তি টিকিয়ে রাখতে কী পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রশ্নে লেভিট বলেন, ট্রাম্প ইউরোপীয় দেশ ও ন্যাটোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যেন একটি দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত হয়।

Check Also

ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের তিন দেশ

মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় ৩ দশমিক ৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *