ফেসবুকে শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, কনটেন্ট মনিটাইজেশনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টকে হতে হবে আসল ও প্রতিষ্ঠিত, ফেসবুকের টার্মস অব সার্ভিস মেনে চলতে হবে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুযায়ী থাকতে হবে।
তাহলে কী কী শর্ত মানতে হবে? চলুন জেনে নেওয়া যাক—
১. কনটেন্ট অবশ্যই মৌলিক হতে হবে:
অন্য কারও লেখা, ছবি বা ভিডিও কপি করে আপলোড করলে মনিটাইজেশনের সুযোগ পাওয়া যাবে না।
২. কনটেন্ট ক্ষতিকর, সহিংস বা ঘৃণামূলক হতে পারবে না:
অপসংস্কৃতি ছড়ায়, সহিংসতা উসকে দেয় বা বিদ্বেষ ছড়ায়—এমন কোনো কনটেন্ট মনিটাইজেশনের আওতায় আসবে না।
৩. যোগ্য দেশ থেকে পরিচালিত হতে হবে।
ফেসবুক যেসব দেশকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য অনুমোদিত করেছে, সেসব দেশের বাসিন্দারাই এই সুবিধা নিতে পারবেন।
অর্থাৎ মৌলিক ও নিরাপদ কনটেন্ট তৈরি করা এবং শর্ত পূরণ করলেই ফেসবুক থেকে আয় করা সম্ভব হবে।
সূত্রঃ https://www.facebook.com/share/p/1CVm8ifQDv/
Bekar Barta