ব্রেকিং নিউজ: পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে এলো বড় পরিবর্তন

বাংলাদেশিদের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে
এলো বড় পরিবর্তন। পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার গভ’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যেত এবং অনেক সময় ঘুষ দিতে হতো। ঘুষের অভিযোগ সবচেয়ে বেশি এসেছে (৭৫.১% শতাংশ) পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায়।’

এছাড়া, পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় ‘পরিবর্তন’ হিসেবে ‘পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না’ উল্লেখ করে আরও বলা হয়েছে, ‘এতে পাসপোর্ট দেওয়ার গতি বাড়বে, যা প্রবাসী, শিক্ষার্থী এবং পেশাজীবীদের উপকারে আসবে এবং ভেরিফিকেশনে অপ্রয়োজনীয় দেরি ও দুর্নীতি বন্ধে সহায়তা করবে।’

পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় এই পরিবর্তনকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে আরও বলা হয়েছে, ‘মানুষ এখন দ্রুত এবং ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে। এতে কাজ, পড়াশোনা, পরিবার বা ভ্রমণের জন্য বাংলাদেশের মানুষ সহজে বিদেশ যেতে পারবে। এর ফলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা বাড়বে।’

সূত্র: https://www.facebook.com/share/1AHoaQ5guC

Check Also

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ বিতরণ

প্রতিদিন বিভিন্ন মামলায় আদালত আসেন আসামিরা। আদালতে আসা এসব আসামিদের নামাজ পড়তে জায়নামাজ দিয়েছেন ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *