গোলাম মাওলা রনির দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

পটুয়াখালীর তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতিক গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, যা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভিডিও বার্তায় রনির কথিত দ্বিতীয় স্ত্রী ফারজানা-র সঙ্গে রনির কথোপকথনের অডিও প্রকাশ করেছেন। অডিওতে ফারজানা জানান, রনি তাকে বারবার বিয়ের প্রস্তাব দেন। শুরুতে ফারজানা স্বামী থাকার কারণে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে রনি তার ধর্মীয় জ্ঞানের অজুহাত দিয়ে তাকে রাজি করান। শেষ পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তবে বিয়ের পরপরই নানারকম জটিলতা দেখা দেয়। ফারজানা অভিযোগ করেন, রনি তাকে পরিবারের সামনে স্বীকৃতি দেননি। একদিন রনির অফিসে গেলে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়। রনি দাবি করেন, তিনি ‘হিপনোটাইজ’ হয়ে বিয়ে করেছিলেন। ফারজানা অভিযোগ করেন, রনি তাকে সম্পত্তির উদ্দেশ্যে বিয়ে করেছিলেন। সম্পত্তি না পাওয়ায় রনি পরে ডিভোর্স পাঠান।

সাংবাদিক ইলিয়াস হোসেনের ভাষ্য অনুযায়ী, রনি ২০০৯ সাল থেকে ফারজানাকে লক্ষ্য করেছিলেন। ২০১৮ সালে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ২০২২ সালে পুনরায় বিয়ে করা হয়। তবে প্রকাশিত অডিও রেকর্ডটি সত্যিই রনি ও ফারজানার কথোপকথন কিনা তা এখনো যাচাই করা যায়নি।

এই ঘটনার পরও গোলাম মাওলা রনি এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তার নীরবতা সামাজিক মাধ্যমে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে বিতর্ক তীব্র হয়েছে।

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *