ছাত্রদল নেতাকে হাত-পা বেঁধে মারধর করলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

নোয়াখালীর চরমটুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সৌরভ হোসেনকে অপহরণ করে হাত-পা বেঁধে মারধর করে ফেলে যায় কিশোর গ্যাংয়ের সদস্যসহ নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীরা। জেলা ছাত্র দলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ছাত্রদলের নেতারা জানান, এ দিন দুপুরে দেড়টার দিকে সৌরভকে চরমটুয়া ডিগ্রি কলেজের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হৃদয়, পিয়াস ও বডি সোহেলসহ ১০-১২ জন। প্রায় ৪ ঘণ্টা পর স্থানীয় হিরো মেম্বার তাকে নাইজ্জার ভাঙতি এলাকা থেকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের এসআই শেখ কামাল তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

সুধারামন থানার ভারপ্রাপ্ত কামরুল হাসান জানান, অপহরণ কি না খোঁজ নিচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব বিরোধের জের এ ঘটনা ঘটেছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউর রহমান রায়হান সত্যতা স্বীকার করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কমী হৃদয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হৃদয় ও পিয়াস কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ হামলা ও অপহরণের ঘটনা ঘটেছে।

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *