বিএনপিকে ক্ষমতায় না আনলে দেশ হবে সিরিয়া-আফগানিস্তানের মতো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরিন অনেক চক্রান্ত হচ্ছে। এসব থেকে মুক্তি ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়। আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। যদি বিএনপিকে ক্ষমতায় না আনেন, তাহলে এদেশ হবে সিরিয়া, আফগানিস্তান ও সিরিয়া।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

আরও বলেন, বিদেশী অপশক্তি থেকে দেশকে রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির বিকল্প নেই। এছাড়া আগামীর প্রজন্মে বাঁচাতে হলে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আর বিএনপিকে ক্ষমতায় আনতে হলে, দলীয় নেতাকর্মীদের আরও সচেতন হতে হবে। চলাফেরা ও আচার-আচরণে এলাকার মানুষ যাতে কষ্ট না পায়। সেবিষয়ে সতর্ক থাকতে হবে। এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে মানুষ ধানের শীষ থেকে মুখ ফিরিয়ে না নেয়, বিএনপি থেকে মুখ ফিরিয়ে না নেয়।

রামগতি পৌর বিএনপির আহবায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান।

রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি ও রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *