পাকিস্তানে কোরআন ও ইসলাম শিক্ষায় প্রথম হলো এক শিখ ছাত্র

পাকিস্তানের লাহোরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবম শ্রেণির পরীক্ষায় ইসলাম শিক্ষা ও কোরআন অনুবাদ বিষয়ে প্রথম হয়েছে ওঙ্কার সিং নামে শিখ ধর্মাবলম্বী এক ছাত্র। এছাড়া পরীক্ষায় মোট ৫৫৫ নম্বরের মধ্যে ৫৫৪ নম্বর পেয়েছে সে। পাক সংবাদমাধ্যম খামা প্রেস শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, যেহেতু ওঙ্কার সিং শিখ ধর্মের তাই সে চাইলে ইসলাম শিক্ষা ও কোরআন বিষয়টি না পড়ে অন্য বিষয় পড়তে পারত। কিন্তু নিজে ইচ্ছে করেই এ দুটি বিষয়কে বেঁছে নিয়েছিল সে।

ওঙ্কার ইসলাম শিক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৯৮ নম্বর। অপরদিকে কোরআন অনুবাদে ৫০ নম্বরেরর মধ্যে পেয়েছে ৪৯।

ওঙ্কারের বাবা মিমপাল সিং পেশায় চিকিৎসক। ওঙ্কার সিং তার বাবার মতো হতে চায়। চিকিৎসা সেবায় অবদান রাখায় মিমপাল সিংকে পাকিস্তান সরকার ২০২৪ সালে তমগা-ই-ইমতিয়াজ পুরস্কার প্রদান করে। ওঙ্কার বাবাকে নিজের আদর্শ হিসেবে মনে করে।

পাকিস্তানের প্রাদেশিক শিক্ষামন্ত্রী রানা সিকান্দর হায়াত ওঙ্কারের এই অসামান্য অর্জনের প্রশংসা করেছেন। তিনি তার এক্স অ্যাকাউন্টে ওঙ্কারের ফলাফল শিটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন ‘ভালো করেছো।”

এদিকে লাহোরের বোর্ড পরীক্ষায় এ বছর ফলাফল বিপর্যয়ে দেখা গেছে। গত মঙ্গলবার নবম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় ৫৫ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছে। এরমধ্যে মেয়েদের তুলনায় ছেলেদের ফলাফল ছিল আরও খারপ।

যত ছেলে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ৬৫ শতাংশ ফেল করেছে। অপরদিকে মেয়েদের মধ্যে ৪৭ শতাংশ ফেল করেছে।

সূত্র: খামা প্রেস

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *