বিমানের ভেতর ‘ট্রাম্পের মৃত্যু হোক’, ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার, অতঃপর…

ব্রিটিশ এয়ারলাইনস ইজি জেটের একটি বিমানের ভেতরে সম্প্রতি অবাক করা এক ঘটনা ঘটে। অভয় নায়েক নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ ‘আমেরিকার মৃত্যু হোক, ট্রাম্পের মৃত্যু হোক’ এবং ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে থাকে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৭ জুলাই) ইংল্যান্ডের লুটন থেকে স্কটল্যান্ডের গ্লাসগো এয়ারপোর্টগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি চিৎকার করা শুরু করলে সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি তাকে ধরে ফেলে এবং বিমানের মেঝেতে চেপে ধরে রাখে। এরপর পাইলট গ্লাসগো এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন এবং সেখানে স্কটল্যান্ড পুলিশের সদস্যরা অভয় নায়েককে স্থানীয় সময় আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে গ্রেপ্তার করেন।

পরে ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হয়। তবে পেইসলি শেরিফ কোর্টে হাজির হয়ে নায়েক অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য দেননি। তার বিরুদ্ধে আক্রমণ (অ্যাসল্ট) এবং বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিকভাবে কাউন্টার-টেররিজম পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে। তবে তারা ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনেনি।

এদিকে স্কটল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা রোববার (২৭ জুলাই)সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে গ্লাসগোতে অবতরণ করা একটি ফ্লাইটে বিশৃঙ্খলার অভিযোগ পায়।

ঘটনাটি নিয়ন্ত্রণে ছিল এবং এতে অন্য কেউ জড়িত ছিল না বলেও বিবৃতিতে জানায় পুলিশ।

Check Also

ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের তিন দেশ

মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় ৩ দশমিক ৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *