আজ থেকে নামের আগে ডক্টর লিখতে পারবেন মিথিলা

পিএইচডি থিসিস ডিফেন্স সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এতে করে নামের আগে ডক্টর লিখতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে মিথিলা লেখেন, অপরিসীম আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি আমার পিএইচডি থিসিস সফলভাবে ডিফেন্স করেছি!
এই অর্জনটি পাঁচ বছরের এক দীর্ঘ যাত্রার সমাপ্তি ছিল একই সঙ্গে আনন্দ মিশ্রিত ও কঠিন অভিজ্ঞতায় ভরা। পূর্ণকালীন চাকরি, মাঝে মাঝে অভিনয়ের ব্যস্ততা এবং পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি এই ডিগ্রি অর্জন করার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম।

তিনি লেখেন, এই পথচলা আমাকে শিখিয়েছে অদম্য ধৈর্য আর সহনশীলতার আসল অর্থ, দেখিয়েছে আমি কতদূর যেতে পারি।
এই পথচলা আমাকে শিখিয়েছে অদম্য ধৈর্য আর সহনশীলতার আসল অর্থ, দেখিয়েছে আমি কতদূর যেতে পারি। আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের অবিচল সমর্থনই আমাকে শক্তি জুগিয়েছে।

তিনি আরও লেখেন, আজ থেকে আমি অফিসিয়ালি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ যুক্ত করতে পারব। এটি আমার নিরলস পরিশ্রম আর অধ্যবসায়ের অর্জন।

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *