গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার ডাক্তার বাড়ি এলাকায় চার দিন ধরে বন্ধ থাকা একটি ঘর থেকে তৈরি পোশাক কারখানার শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোস্তাফিজুর রহমানের (৩৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার যোগাইপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ইকো টেক্সটাইলে চাকরি করতেন এবং ডাক্তার বাড়ি এলাকার জুয়েল মিয়ার ‘দুই ভাই ভিলা’র একটি কক্ষে ভাড়া থাকতেন।
এলাকাবাসী জানায়, চার দিন ধরে কক্ষটি বন্ধ থাকলেও কেউ খোঁজ নেয়নি। বুধবার সকালে ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, মোস্তাফিজের মৃত্যু তিন থেকে চার দিন আগে হয়েছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, একটি বন্ধ ঘর থেকে মোস্তাফিজুর রহমান নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।