বেসরকারি স্কুল ও কলেজে পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে যেভাবে জানা গেল

বেসরকারি স্কুল ও কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০ নম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে ১০০ নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্নে এবং বাকি ১০০ নম্বর সাধারণ বিষয়ে।

বুধবার (২৭ আগস্ট) এনটিআরসিএ কার্যালয়ে পরীক্ষা পদ্ধতিতে নিয়ে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির জন্য ২০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। তবে স্কুল-কলেজ এবং মাদ্রাসার নম্বর বন্টন কিছুটা আলাদা করা হয়েছে।’

ওই শিক্ষক আরও বলেন, ‘স্কুল-কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক পদের নিয়োগ পরীক্ষা হবে ২০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ১০০ নম্বর জেনারেল অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হয়েছে। জেনারেল ১০০ নম্বরের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ে। এই চারটি বিষয়েই ২৫ নম্বর করে থাকবে। আর বাকি ১০০ নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের ওপর।’

মাদ্রাসর সহকারী মৌলভী এবং প্রভাষক পদে নিয়োগের পরীক্ষা ২০০ নম্বরের ভিত্তিতে হবে। এর মধ্যে ১৪০ নম্বর বিষয়ভিত্তিক। বাকি ৬০ নম্বরের মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ও বিজ্ঞান ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়গুলো কেবল প্রস্তাব আকারে করা হয়েছে। এগুলো এনটিআরসিএর বোর্ড সভায় চূড়ান্ত করা হবে।’

Check Also

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১০ বছর পর ছাত্রত্ব ফিরে পেয়ে মাস্টার্সে ৪-এ ৪ পেলেন শিবির নেতা

দীর্ঘ এক দশকের ভোগান্তি ও জটিলতা পেরিয়ে সিজিপিএ-৪.০০ পেয়ে মাস্টার্সের ফলাফল পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *