থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

গত বছর ৫ আগস্ট চট্টগ্রামের ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি চায়না পিস্তল ও আট রাউন্ড গুলিসহ স্থানীয় এক বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোংলার মালগাজি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা কামাল হাওলাদার (৪৫) এবং তার সহযোগী মো. মানিক (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত মডেল (৭.২)।

কামাল হাওলাদারের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি দীর্ঘদিন রাজনীতির আড়ালে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন কামাল।

পুলিশ আরও জানায়, ৫ আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা ছিল যে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসী চক্রের হাতে চলে যেতে পারে। প্রায় এক বছর পর প্রথমবারের মতো তাদের এই আশঙ্কা সত্যি হলো। তদন্তকারীরা এখন এই অস্ত্র চক্রের মূল হোতাদের খুঁজছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *