এত দুর্বল সরকার আগে কখনো দেখেছেন? প্রশ্ন মাসুদ কামালের

সরকার কি তাহলে মবকেই প্রশ্রয় দিচ্ছে? এমন প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক ও বুদ্ধিজীবী মাসুদ কামাল। আজ বৃহস্পতিবার ডিআরইউতে ঘটে যাওয়া ঘটনাটি কি মব নয়? প্রশ্ন রাখেন তিনি। সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেছেন, এই সরকার দুর্বল ও মেরুদণ্ডহীন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টা ১৬ মিনিটে নিজের ফেসবুক প্রফাইলে এমন একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের একটা সংগঠন সেমিনারের আয়োজন করেছিল। সেমিনারের বিষয় ছিল ‘মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান’। ড. কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক, প্রথিতযশা মুক্তিযোদ্ধা, সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে। হঠাৎ সেখানে কিছু লোক যেয়ে অনুষ্ঠানটা ভণ্ডুল করে দিল।

চলল গালাগাল, অশ্লীল স্লোগান। শারীরিকভাবে হেনস্তা করা হলো অনেক অতিথিকে। এটা কি মব নয়?”
কিছু সময় পর পুলিশ এলো। তারা অনুষ্ঠান ভণ্ডুলকারীদের নয়, বরং সম্মানিত অতিথিদেরই আটক করে নিয়ে গেল।

সরকার কি তাহলে মবকেই প্রশ্রয় দিচ্ছে? প্রশ্ন করেন মাসুদ কামাল।
তিনি আরো বলেন, ‘যারা ওই মব ভায়োলেন্স করল, তাদের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তাদের বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে? ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে আরো বড় আকারের অপকর্ম দেখার আশঙ্কা কি তৈরি হবে না? এত দুর্বল, মেরুদণ্ডহীন সরকার কেউ কি আগে কখনো দেখেছেন?’

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *