‘মঞ্চ ৭১’ সেমিনারের মব সন্ত্রাস, এত মেরুদণ্ডহীন সরকার কেউ কি আগে দেখেছেন ?’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মহান মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আয়োজিত একটি সেমিনার মব সন্ত্রাসের মুখে ভণ্ডুল হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে সংবিধান বিশেষজ্ঞ, আইনবিদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা অনুষ্ঠানস্থল ঘেরাও করে। তারা আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল লতিফ সিদ্দিকীসহ উপস্থিত অতিথিদের প্রবেশে বাধা দেন এবং অনুষ্ঠান পণ্ড করতে স্লোগান, গালিগালাজ ও উত্তেজনা ছড়িয়ে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

পরে স্থানীয় যুবদল ও বিএনপি নেতা-কর্মীরাও বিক্ষুব্ধ জনতার সঙ্গে যোগ দেন। একপর্যায়ে মব সন্ত্রাসের মাধ্যমে গোটা আয়োজন ভণ্ডুল হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অতিথিকে শারীরিকভাবে হেনস্তাও করা হয়।

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং কয়েকজন অতিথিকে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ একটি সেমিনারের আয়োজন করেছিল। ড. কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা সেখানে আমন্ত্রিত ছিলেন। কিন্তু হঠাৎ কিছু লোক গিয়ে অনুষ্ঠানটা ভণ্ডুল করে দিল। চলল গালাগালি, অশ্লীল স্লোগান, শারীরিকভাবে হেনস্তা করা হলো অনেক অতিথিকে। এটা কি মব নয়?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “পুলিশ কেন ভণ্ডুলকারীদের বদলে সম্মানিত অতিথিদের আটক করল? সরকার কি তবে মবকেই প্রশ্রয় দিচ্ছে? যারা মব ভায়োলেন্স করল তাদের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো সরকার? ব্যবস্থা না নিলে আগামীতে আরও ভয়াবহ অপকর্মের আশঙ্কা থাকবে।”

তিনি প্রশ্ন তোলেন, ‘এত দুর্বল, মেরুদণ্ডহীন সরকার কেউ কি আগে কখনো দেখেছেন?

Check Also

শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

শীতের তীব্রতা কমছেই না। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *