সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক মিনহাজ হোসেনের বাড়িতে টানা চার দিন ধরে অনশন করছেন এক তরুণী। গত ৩১ জুলাই থেকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের কোমরপুর গ্রামে সাত মাসের শিশুসন্তানসহ তিনি অবস্থান করছেন।
রোববার (৩ আগস্ট) সরেজমিনে কোমরপুর গ্রামে ওই তরুণীকে অনশন করতে দেখা যায়।
ভুক্তভোগী তরুণী জানান, আট বছর ধরে মিনহাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসে প্রেমিক তাকে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছিলেন এবং তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ফলেই সাত মাসের সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু মিনহাজ প্রতিশ্রুতি ভঙ্গ করে বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছেন।
তরুণীর আগের বিয়ে হয়েছিল এবং সেই ঘরে পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে। এক বছর আগে আগের স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি মিনহাজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তরুণীর অভিযোগ, কিছুদিন আগে সিরাজগঞ্জ শহরে নামাজের অজুহাতে নিয়ে গিয়ে মিনহাজ হঠাৎ পালিয়ে যান এবং এরপর ফোনও বন্ধ রাখেন।
এ দিকে প্রেমিকা বাড়িতে আসার পর মিনহাজ গা-ঢাকা দিয়েছেন।
মিনহাজের বাবা জসমত আলী বলেন, ‘বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তবে মেয়েটি নাটক করছে এবং তার পরিবারও এখনও আসেনি।’
গ্রামবাসী জানিয়েছে, মিনহাজের পড়াশোনার সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে বিয়ের দাবিতে তরুণী চার দিন ধরে বাড়িতে অবস্থান করছেন।
রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা জানান, এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।