জুলাই অভ্যুত্থানের কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে ৫ জনের মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির জনসমাবেশ ও মিছিলে এসে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে গরমে অসুস্থ হয়ে বিএনপি-জামায়াতের নেতাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদী, চট্টগ্রামের লোহাগাড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, গাজীপুরের কাপাসিয়া এবং চাঁদপুরের শাহরাস্তিতে এসব ঘটনা ঘটে।

গতকাল দুপুরে বরিশালের গৌরনদীতে বিএনপি আয়োজিত জনসমাবেশে গরমে অসুস্থ হয়ে মো. মিরাজ ফকির (৪৫) নামে এক স্কুলশিক্ষক মারা যান। তিনি বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে আনন্দ মিছিলের আয়োজন করে জামায়াত। পরে বটতলী স্টেশন প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম বক্তব্য শেষ করতেই অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাঁকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় র‍্যালিতে গিয়ে এক বিএনপি নেতা মারা গেছেন। তিনি উপজেলা বিএনপির সদস্য আল আমিন (৪৫)। তিনি সংজ্ঞা হারালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে যোগ দিতে এসে স্ট্রোক করে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার টোকনগর গ্রামের বাসিন্দা ও টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। বেলা সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির বিজয় র‍্যালিতে এসে অসুস্থ হয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

Check Also

শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

শীতের তীব্রতা কমছেই না। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *