পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের পর ভোট গ্রহণ শেষে গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের শিল্পকলা একাডেমিতে ব্যালট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ভোট গণনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা জানান, বিকেলে সুষ্ঠুভাবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট দেন। কিন্তু হঠাৎ করে হট্টগোল ও হাতাহাতির কারণে কাউন্সিল পণ্ড হয়ে যায়। দীর্ঘ ১০ বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছিল। হাতাহাতির ঘটনায় দুয়েকজন নেতাসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও, কেউ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি।
এ ঘটনার পর জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপিসহ সব স্তরের কাউন্সিল সম্পন্ন করার জন্য কেন্দ্র থেকে বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুকে দায়িত্ব দেওয়া হয়।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা বিএনপির সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিকেল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। সাংগঠনিক সম্পাদক পদের ভোট গণনা শেষে হঠাৎ করে একটি হট্টগোল শুরু হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলতে পারবেন না বলে জানান। তিনি আরও জানান যে, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে তিনি বলেন, কাউন্সিল চলাকালে এমন একটি ঘটনা ঘটায় তিনি কেন্দ্রকে বিষয়টি অবহিত করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পিরোজপুর সদর উপজেলা বিএনপির সম্মেলন ছিল। গণ্ডগোলের কারণে কাউন্সিল পণ্ড হয়ে যায়। তবে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। সব কিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে। শহরে পুলিশ মোতায়েনসহ টহল চলছে।