টিউশনের টাকা দিয়ে পোস্টার করেছি, ছিঁড়বেন না: ডাকসু প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ৩৪ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে শিক্ষার্থীদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনী মাঠে প্রার্থীরাও নিজ নিজ কৌশলে ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন।

এবারের নির্বাচনে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। প্রচারণায় ভিন্নতা আনতে তিনি প্রজাপতির আদলে অভিনব পোস্টার তৈরি করেছেন, যা শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তবে তিনি অভিযোগ করেছেন, তার তৈরি কিছু পোস্টার শিক্ষার্থীদের হাতে পৌঁছালেও অনেক ক্ষেত্রে তা ছিঁড়ে ফেলা হচ্ছে, যা তাকে হতাশ করছে।

এ বিষয়ে মুন্না বলেন, ‘প্রচারণার মধ্যেও আমি দুইটা টিউশন করাচ্ছি। এই নির্বাচনী খরচের পেছনে কোনো বড় উৎস নেই, আমার ঘনিষ্ঠ বন্ধুরা দেখছে সব। পোস্টারগুলো আমি টিউশনের টাকা দিয়ে করেছি। তাই অনুরোধ—পছন্দ না হলে ছিঁড়ে ফেলবেন না, বরং ফেরত দিয়ে দিন। আমি সেটি অন্য কাউকে দিতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘ডাকসু নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, এটি আমাদের সবার উৎসব। শিক্ষার্থীরা যেন আনন্দ ও অংশগ্রহণের মধ্য দিয়ে এই উৎসবকে স্মরণীয় করে রাখতে পারে, সেটাই প্রত্যাশা। সবার জন্য শুভকামনা।’

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *