হাটহাজারীর ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিয়ান ইব্রাহিম গ্রেফতার

চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) সামনে আরিয়ান ইব্রাহীম নামের এক যুবকের অশোভন অঙ্গভঙ্গির ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয় এবং অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। তিনি ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড শাখা ছাত্রদলের সভাপতি বলে ফেসবুকে দাবি করছেন।

স্থানীয় সূত্র জানায়, আরিয়ান ইব্রাহিম শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে ওই ছবিটি পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে কওমি মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা-পুলিশ তাকে পৌর সদর থেকে গ্রেফতার করে। আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন।

ঘটনার পর হাটহাজারী পৌর এলাকার গোলচত্বরে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ করেন। তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালান এবং একটি বাস ভাঙচুর করেন। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

গ্রেফতার আরিয়ান ইব্রাহিমের ফেসবুক আইডির স্ক্রিনশট

এদিকে আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নয় জানিয়ে বিবৃৃতি দিয়েছেন ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী। তিনি বলেন, ‘আরিয়ান ইব্রাহিম নামে ব্যক্তি কর্তৃক বাংলাদেশের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাকে নিয়ে করুচিপূর্ণ ইঙ্গিত করে।

পোস্টকারীর বিষয়ে আমাদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি পৌরসভা শাখার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য হচ্ছে, ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা উগ্রবাদী মনোভাবের আরিয়ান ইব্রাহিম নামের কোনো ছেলে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনোভাবে জড়িত নয়, তার এহেন ঘৃণিত নেক্কারজনক কর্মকান্ড ও নিজেকে জাতীয়তাবাদের ছাত্রদলের ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি পরিচয় দান করার মত জঘন্য মিথ্যাছাড়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

স্থানীয় প্রশাসন জানায়, জুলুসে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসাকে কটুক্তিকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসাসহ সকলকে শান্ত থাকার নির্দেশ করা হলো।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক অবস্থানে আছি।

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *