যে শর্তে ওসমান হাদীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছেন স্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছেন তার স্ত্রী। তবে দেশে নয়, বিদেশে বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিয়ের ক্ষেত্রে ‘ভালো পয়সা-পাতি’ দেখার পরামর্শও দিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এমন হাস্যরসাত্মক তথ্য শেয়ার করেছেন হাদী।

পোস্টটিতে শরীফ ওসমান বিন হাদী লিখেছেন, ‘বউরে জিগাইলাম-আমার আরেকটা বিয়া কোন এলাকায় করা উচিত? সে কইলো- বাংলাদেশে আর না। পরেরটা ডাইরেক্ট বৈদেশে। ভালো পয়সা-পাতি দেইখা।’

তিনি আরও লিখেছেন, ‘একটা বাংলা সিনেমার কথা মনে পইড়া গেলো-ওরা আমাকে ভালো হতে দিলো না!’

এদিকে পোস্ট শেয়ার করার পরপরই লুফেও নিয়েছেন হাদীর ভক্ত ও অনুসারীরা। কমেন্টবক্সে খুনসুঁটিতে মেতেছেন তারাও। দুই ঘণ্টার ব্যবধানে পোস্টের রিয়্যাক্ট ২৯ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ২১ হাজারই হাহা। এ ছাড়া ১৩৪ শেয়ারও হয়েছে পোস্টটি।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *