আপা-জাপা- নির্মূলের বিকল্প নেই, সুশীলগিরি দেখাইয়েন না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তার মানে কি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়?

রবিবার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে নুরুল হক নুর লিখেছেন, তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়? ২০০৯-২৫ সালের গুম, খুন, বর্বরতা ভুলে যাইয়েন না। ভারত ও লীগের ঘেঁটুদের চালু করা শব্দ ‘মব মব’ করেন, গত ১ বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে?

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ড. ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে, মবের প্রভাব কি? তিনি তার বক্তব্যের শেষে লিখেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা-জাপা-লীগ নির্মূলের বিকল্প নেই। দয়া করে এখানে সুশীলগিরি দেখাইয়েন না। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগণের ঐক্য চাই।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে কাকরাইলের আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে সংগঠনের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এখনও তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *