ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ফেসবুকে যা বললেন রাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে দেশের রাজনীতি, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নানা আলোচনা চলছে। এতে বেশি উত্তাপ দেখা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কারণ ১৪ দিন পর ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব ডাকসু’র নাম স্পষ্টভাবে উল্লেখ না করলেও, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এর ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘একটা দায়িত্বে আছি, সব কথা বলতে পারি না। তবে সব দেখছি এবং শিখছি।’

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সালেহ হাসান নকীব তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘যারা জয়ী তাদের আল্লাহপাক হঠকারিতা এবং অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দিন। যারা পারেনি, তারা অনর্থক গলাবাজি না করে; অন্তত জীবনে প্রথমবারের মত হলেও আত্মবিশ্লেষণে বসুন।’

তিনি আরও লিখেছেন, ‘নতুন বোতলে আওয়ামী বাকশালি বয়ান তরুণ প্রজন্ম আর গ্রহণ করবে না। আপনাদের ঠিক করতে হবে, আপনারা কি সেই রাস্তাতেই হাঁটবেন? ব্যক্তিগতভাবে কে জিতল আর কে হারল তাতে আমার কিছু যায় আসে না। একমাত্র চাওয়া, বাংলাদেশ জিতুক, এই দেশের মানুষ জিতুক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত অর্থেই বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক।’

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *