কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে ‘সংবাদ প্রকাশ’কে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত প্রায় পৌনে ১২টার দিকে বিজয়-২৪ হলের ৩০৫ নম্বর কক্ষে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। জানা গেছে, বিজয়-২৪ হলের ৩১২ নম্বর কক্ষে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু দাস বহিরাগত নারী আত্মীয়কে (যার পরিচয় তিনি পরে খালা হিসেবে উল্লেখ করেন) বিনা অনুমতিতে নিয়ে আসেন। বিষয়টি নিয়ে হলে নানা গুঞ্জনের মাঝে স্থানীয় সাংবাদিক বি. এম. ফয়সাল একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে অভিযোগ ও ছবি উভয়ই উঠে আসে।
অন্তু দাস অভিযোগ করেন, উক্ত সংবাদে আমার খালার ছবি ব্যবহার করা হয়েছে এবং আমার পরিবারকে নিয়ে মানহানিকর মন্তব্য করা হয়েছে। আমি ভিডিও বার্তার মাধ্যমে প্রকৃত ঘটনা ব্যাখ্যা করলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে।
বিতর্কিত প্রতিবেদন প্রকাশের জেরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী সাংবাদিক ফয়সালের রুম (৩০৫ নম্বর) এ যান। অভিযোগ রয়েছে, এ সময় রুমের অন্যান্য সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সাংবাদিক ও কক্ষবাসী মানবকণ্ঠ প্রতিনিধি জুবায়ের রহমান এবং খোলা কাগজের প্রতিনিধি হাসিবুল ইসলাম সবুজ দাবি করেন, একটি সংগঠিত দল আমাদের রুমে এসে মারধরের হুমকি দেয়, এমনকি মব লিচিংয়ের পরিস্থিতিও তৈরি করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঘটনার পর সাংবাদিক বি. এম. ফয়সাল বলেন, আমি বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেব। আমার পেশাগত দায়িত্ব পালন করায় যে আচরণ করা হয়েছে তা খুবই দুঃখজনক।
ঘটনার বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, ঘটনার পরপরই আমি ছাত্রদের সঙ্গে কথা বলেছি। উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি সমাধান করা হবে। হলের শৃঙ্খলার স্বার্থে যেটা করণীয়, আমি তাই করব।
তিনি আরও বলেন, হলে গেস্ট রুম না থাকায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী মাসের মধ্যে গেস্ট রুম চালু করা হবে। কেউ যদি আত্মীয় নিয়ে আসতে চায়, আমার অনুমতি নিয়ে প্রভোস্টের রুম ব্যবহার করতে পারবে।
হলের পরিবেশ যেন শান্ত ও নিরাপদ থাকে, সে বিষয়ে প্রশাসন আশ্বস্ত করেছে। উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে দ্রুত তদন্ত করে সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।