জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে আলোহীন হয়ে পড়েছে একাধিক ভোটকেন্দ্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সদস্য ফজলুল করিম পাটোয়ারী বলেন, ‘সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য নোটিশ দেওয়া হয়েছিল প্রশাসনকে। কেন বিদ্যুৎ বিভ্রাট হয়েছে সে বিষয়ে অবগত নই।’

‘প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের কোনো সমস্যার কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে,’ বলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে কোনো জেনারেটরের ব্যবস্থা না থাকায় ভোটাররা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ব্যালট ছাপা ও ভোটদানের কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় ব্যালট বাক্স, ওএমআর মেশিন এবং সিল বসানো প্রক্রিয়ায় বিভ্রান্তি ও বিড়ম্বনার সৃষ্টি হয়।

নির্বাচন উপলক্ষে দীর্ঘ ৩৩ বছর পর আয়োজিত এ ভোটে এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। অনেকে প্রশ্ন তুলেছেন—এত বড় নির্বাচনে কেন বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি নেয়নি প্রশাসন।

পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন কমিশন ও হল প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরীন সুলতানা জানিয়েছেন, লোডশেডিংয়ের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যা জানা গেলো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *