বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
আওয়ামী লীগ আর জামায়াত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে হলুদ ঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতা দুলু বলেন, ‘কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে এইটা বাংলাদেশর মানুষ জানে। যারা গত ১৫ বছর আমাদেরকে শোষণ করলো আমাদের ওপর হামলা, গুলি করল, আমাদের জীবন থেকে বছরের পর বছর মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিলো, ওই আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমরা কী এইটা বুঝি না! বাংলাদেশের মানুষ বুঝে না! আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন। বিএনপিকে ঠেকাতে হবে- এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁতাত করে ষড়যন্ত্রে চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে তারা সারা বাংলাদেশ জিতবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সর্দারসহ দলের নেতা-কর্মীরা।