স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে থাকেন জহির, অতঃপর…

জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারলো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জহির উদ্দিনকে (৫২) আটক করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটক জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, জহির ও রোকেয়ার দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এমন পরিস্থিতিতে গত রাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ গিয়ে জহিরকে আটক করে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।