‘যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি সেই ক্যাম্পাসে আজ আল্লাহু আকবার ধ্বনি’

ডাকসু নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৫ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন সংগঠনটির প্রার্থীরা।

এর আগে ডাকসু নির্বাচনে ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছিল ঢাবি শিবির।

ফলাফল ঘোষণার পরই ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জাবি ক্যাম্পাস। সেইসঙ্গে রাতে জাবির কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজ আদায় করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এ সময় তারা ডাকসু নির্বাচনে এক সাংবাদিকের মৃত্যু এবং জাকসুতে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিবির জানায়, যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া একসময় হত্যাযোগ্য ছিল, সেই ক্যাম্পাসেই আজকের এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করবো না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।

এদিকে জাবি ক্যাম্পাস ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হওয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও বর্তমান ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির।

এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবর ধ্বনি! আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। দু-চোখ বেয়ে অশ্রু, আল্লাহু আকবর। এই ক্যাম্পাসে কত ওয়াশরুমে দাঁড়িয়ে নামাজ পড়েছি। সেই ক্যাম্পাসে তোমরা আল্লাহু আকবর ধ্বনি দিতে পেরেছো। জাজাকাল্লাহ খইরান’

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *