জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী

চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে অন্তর্ভুক্ত হন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। যোগদানকারী ব্যক্তিরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল এবং মন্টু লাল চৌধুরী প্রমুখ।

জামায়াতের এক প্রতিনিধি সূত্র জানায়, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন সদস্য অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন। এ বিষয়ে অধ্যাপক লতিফুর রহমান বলেন, “বিভিন্ন পেশা ও মতের মানুষের মধ্যে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর মাঝে আমাদের দাওয়াত পৌঁছালে তারা সদস্য ফরম পূরণ করে আমাদের প্রতি সমর্থন জানান। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে।

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *