শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ১৫ বছর বয়সী সন্তানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা বাড়িতে প্রবেশ করে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর এলাকার প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী ও ছেলে ইমরান থাকতেন। সকালে তাদের সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা বারান্দায় রানীর এবং শয়নকক্ষে ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ দুটি হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মা ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। তবে হত্যার মোটিভ বা কারণ এখনো পুলিশ তদন্ত করছে।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *