পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর কারণ জানালেন সূর্যকুমার

এশিয়া কাপ টি-টুয়েন্টি ম্যাচের আগে আলোচনার ঝড়, কিন্তু দিনশেষে ফলাফল একই, ভারতের জয়। তবে ম্যাচের ফলকেও ছাপিয়ে গেছে খেলা শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যতামূলক হাত না মেলানোর বিষয়টি। টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ম্যাচ শেষে হাত না মেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক। জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।

ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দলভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।

পরে পুরস্কার বিতরণী মঞ্চে হাত না মেলানোর কারণ জানান ভারত অধিনায়ক। বলেছেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভাল সুযোগ হয়তো পাব না। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংহতি প্রকাশ করছি।’

পেহেলগামে হামলার প্রতিবাদে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। তা স্মরণ করে সশস্ত্র বাহিনীকে জয় উৎসর্গ করলেন সূর্যকুমার। বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা এই জয়টি আমাদের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা প্রচুর সাহসিকতা দেখিয়েছেন। আশা করি ভবিষ্যতেও তারা আমাদেরকে অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই। কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বেশি হয়। আমরা পেহেলগামে হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। ভারতের সাহসি সেনাবাহিনীর পাশেও রয়েছি।’

ভারত অধিনায়কের সুরেই কথা বলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। খেলা শেষে তিনি বলেন, ‘দল হিসাবে পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। সেটাই করে দেখিয়েছি। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের নিয়ে আমরা গর্ববোধ করি।

Check Also

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। তাই বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *