তিন জেলার ডিসি প্রত্যাহার

কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের ডিসিকে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়েছে, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট যথাক্রমে মোহাম্মদ সালাহউদ্দিন, মো. আব্দুস সালাম ও মোছা. ইয়াছমিন আক্তারকে বদলিপূর্বক পদায়ন করা হলো।

মোহাম্মদ সালাহউদ্দিনকে যুগ্মসচিব হিসেবে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ এ দায়িত্ব পালনের লক্ষ্যে অর্থ বিভাগে পদায়ন, মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে এবং মোছা. ইয়াছমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নান।

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *