বগুড়া সদর উপজেলায় ঘুম থেকে ডেকে তুলে রাসেল আহম্মেদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। বুধবার রাতে উপজেলার সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ার আবু বক্করের ছেলে।
নিহতের বাবা বলেন, কয়েকজন যুবক বাড়িতে এসে রাসেলকে ঘুম থেকে ডেকে তোলে। পরে তারা রাসেলের বুকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। আহত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে, কারা রাসেলকে হত্যা করলে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
বগুড়ার নারুরি ফাঁড়ির এসআই শফিকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার বিষয়ে তদন্ত চলছে।