জামালপুরে কলেজের পুকুরে গোসল করতে নেমে রাহিম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম।
জানা যায়, নিহত রাহিম জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। তিনি সদর উপজেলার মেস্টা ইউনিয়নের আরামনগর এলাকার রেজাউল করিমের ছেলে। রাহিম তার পরিবারের সঙ্গে জামালপুর পৌরসভার গোলাপবাগ এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টির মধ্যে রাহিম ও তার কয়েকজন বন্ধু কলেজের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় রাহিম পুকুরে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক রাহিমকে মৃত ঘোষণা করেন।
জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।