রক্তবীজ ২: ট্রেলারে দেখা মিলল শেখ হাসিনার

টালিউডে ‘ধূমকেতু’ সাফল্যের পর আরেকটা ছবি কড়া নাড়ছে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জির পূজার ছবি ‘রক্তবীজ ২’। সেই ছবিতে গানের তালে উষ্ণতা ছড়াবেন অভিনেত্রী নুসরাত জাহান।

এ সিনেমায় কলকাতার পাশাপাশি আছে বাংলাদেশের গল্প। আজ মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে একঝলক দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র।

যদিও এর আগে টিজারেও দেখা মিলেছিল শেখ হাসিনার। এই চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। তবে দুটি চরিত্রের অনুরুপ চরিত্র দেখানো হয়েছে সিনেমাতে।

ট্রেলারটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে উঠছে নানা প্রশ্ন। গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক শুরু হয়। অনেকের মতে, এই সিনেমায় দুই দেশের এমন চিত্র উঠে আসবে যা সম্পর্ককে আরো তিক্ত করতে পারে। সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে আলোচনা কম হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমকে নন্দিতা বলেন, “আমরা কিন্তু বিতর্ক তৈরির ভাবনা থেকে এই ছবি বানাইনি”। তার মতে, তাদের ছবি দুই দেশের মৈত্রী এবং শান্তি ফেরানোর কথাই বলেছে। ছবিতে দেখানো হয়েছে, কীভাবে সন্ত্রাসবাদ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি সুসম্পর্ক এবং বন্ধুত্ব নষ্ট করে।

আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমাটি। ‘রক্তবীজ’ ছবিতে দেখানো হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এই ছবিতে ফুটে উঠবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি।