পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দুজন গ্রেপ্তার

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে মো. রাকিব (৩০) ও মিজানুর রহমানের ছেলে হাসান মোনতাছির রহমান (২০)।

এ ঘটনায় বুধবার বিকেলে ভোলা সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার সংবাদ সম্মেলনে জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নের আল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন ভোলা সদর

মডেল থানায় আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে চুরির মামলা করেন। ওই চুরির সঙ্গে একই এলাকার মো. জিতু জড়িত থাকার কথা বলে রাকিব ও মোনতাছির তার কাছ থেকে চাঁদা দাবি করে। পুলিশে ধরিয়ে দেওয়ার ভয়ভীতিও দেখায়।

গত ২৬ জুলাই জিতুকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে তাঁর নানা শেখ ফরিদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে রাকিব ও মোনতাছির। একাধিকবার দাবি করা টাকার জন্য চাপ দেওয়ায় গত ৩ আগস্ট তাদের দেড় লাখ টাকা দেন জিতুর নানা শেখ ফরিদ।

দ্বিতীয় কিস্তিতে শেখ ফরিদের বাড়িতে গিয়ে আরও ১০ হাজার টাকা নেয় তারা। তৃতীয় দফায় পুলিশের কথা বলে আরও ২০ হাজার টাকা দাবি করলে বিষয়টি নিয়ে তাদের সন্দেহ হয়। পরে এ বিষয়ে খোঁজখবর নিয়ে রাকিব ও মোনতাছিরের বিরুদ্ধে ভোলা থানায় চাঁদাবাজি মামলা করেন শেখ ফরিদ।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মো. রাকিব ও হাসান মোনতাছির রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক

জিজ্ঞাসাবাদে তারা দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান রিপন চন্দ্র সরকার

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *