নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যদের কাউকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ বিষয়ে থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বেশ আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক সিএনজি অটোরিকশায় মাইকিং করে জানাচ্ছেন- ‘কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া নিলে তাদের ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেয়া যাবে না। যদি ভাড়াটিয়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তবে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আটক করা হবে।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘এটি সরকারের ঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে লক্ষ্য করে এ ধরনের ঘোষণা দেয়া হয়নি।’

Check Also

জামায়াত-এনসিপি জোট নিয়ে সুখবর দিলেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নাহিদ ইসলাম বলেন, জামায়াত-এনসিপি জোট নির্বাচনের জন্য প্রস্তুত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *