শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

দীর্ঘ দিন ধরে স্ত্রীকে লুকিয়ে শ্যালিকার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। গত ২৩ আগস্ট শ্যালিকাকে নিয়ে পালিয়েও গেলেন যুবক। তার এক দিন পর আবার যুবকের বোনকে নিয়ে পালালেন তাঁরই শ্যালক। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় হইচইও পড়ে। তবে উভয় পরিবারের হস্তক্ষেপে শেষপর্যন্ত বিষয়টির নিস্পত্তি হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সি দুলাভাই সম্প্রতি তার ১৯ বছর বয়সি শ্যালিকা কল্পনার সঙ্গে সম্পর্কে জড়ান। অথচ তার ছয় বছরের বিবাহিত জীবনে দু’টি সন্তানও রয়েছে। শ্যালিকার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ার আগেই গত ২৩ আগস্ট কল্পনাকে নিয়ে পালিয়েও যান। উভয় বাড়িতেই ‘খোঁজ-খোঁজ’ রব ওঠে। তবে এর পর দিন আরও এক কাণ্ড ঘটে। দুলাভাইয়ের ১৮ বছর বয়সি বোনকে নিয়ে ঘর ছাড়েন তারই শ্যালক।

দুই যুগল পর পর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবারই হতবাক হয়ে যায়। নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় দু’পক্ষের তরফে। শুরু হয় তদন্ত। এর পর গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর দুই যুগলকেই খুঁজে বার করে পুলিশ। উভয় পরিবারের উপস্থিতিতে মীমাংসা হয়। ফলে পুলিশের তরফে আর কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

নবাবগঞ্জ থানার একজন ঊর্ধ্বতন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ১৪ এবং ১৫ সেপ্টেম্বর যুগলদের খুঁজে বার করি। সমস্যার সমাধানের জন্য দুই পরিবারের সদস্যেরা থানায় আসেন। তবে তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়নি। ঠান্ডা মাথায় মীমাংসা করে দুই পরিবারের সদস্যেরা।’ উভয় পরিবারই যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে।

উত্তরপ্রদেশের বরেলীর দেওরানিয়ান থানা এলাকার কমলুপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *