নেতার সঙ্গে জড়িয়ে গেছেন স্ত্রী, নিরুপায় স্বামীর হাহাকার

পারিবারিক বিবাদকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কুটন দেবনাথ নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন, তার স্ত্রী শিল্পী দেবনাথ প্রভাবশালী এক নেতার সঙ্গে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন; কিন্তু বিয়ের আগে স্ত্রী তাকে ডিভোর্স দেননি। ভারতের বিশালগড়ের পূর্ব চম্পামুড়া এলাকায় এমন ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালে পশ্চিম নলছড় বিধানসভা কেন্দ্রের বাসিন্দা কুটন দেবনাথের সঙ্গে বিয়ে হয় চম্পামুড়া এলাকার শিল্পী দেবনাথের। তবে স্বামীর অভিযোগ, বিয়ের ১০-১৫ দিনের মধ্যে ঝামেলা তৈরি করে স্ত্রী বাপের বাড়ি চলে যায়।

কুটন দেবনাথ আরও জানায়, এক পর্যায়ে স্ত্রী সন্তান সহকারে ঝামেলা করে চিরতরে বাপের বাড়িতে চলে যায়। পরে তিনি বারবার অনুরোধ করে স্ত্রীকে ঘরে ফেরানোর চেষ্টা করেন; কিন্তু কোনো সাড়া না পেয়ে, উল্টো তার বিরুদ্ধে আদালতে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জাগরণত্রিপুরার প্রতিবেদনে বলা হয়, দেবনাথ পরে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রভাবশালী বিজেপি নেতা রাজু দেবনাথের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক রয়েছে।

এদিকে আইনগতভাবে স্ত্রী ভরণপোষণের মামলা দায়ের করার পর কুটন দেবনাথ দীর্ঘদিন ধরে নিয়মিত ভরণপোষণের অর্থ দিয়ে আসছেন। কিন্তু তার অভিযোগ, ভরণপোষণের টাকা ছাড়াও তাকে ব্ল্যাকমেইল করে বহু টাকা হাতিয়ে নিয়েছেন শিল্পী দেবনাথ।

এ ছাড়া তাকে ডিভোর্স না দিয়ে স্ত্রী অন্য পুরুষকে বিয়ে করায় তিনি প্রশাসনের কাছে এর বিচার চেয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *