নিজের স্ত্রীকে নারী প্রমাণে আদালতে গর্ভকালীন ছবি ও পরিবারপ্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ডানপন্থি ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ। ওয়েন্স দাবি করছিলেন, ব্রিজিত ম্যাক্রোঁ জন্মগতভাবে পুরুষ ছিলেন। এই দাবিকে বিভিন্ন মাধ্যমে প্রচার করার পর দম্পতি আইনি পদক্ষেপ নেন।

বিবিসির ‘ফেম আন্ডার ফায়ার’ পডকাস্টে ম্যাক্রোঁ দম্পতির আইনজীবী টম ক্লেয়ার জানান, ব্রিজিত ম্যাক্রোঁ এ ধরনের আক্রমণে কষ্ট পেয়েছেন এবং এটি প্রেসিডেন্টকে তার সরকারি কাজকর্মেও প্রভাবিত করছে। তিনি বলেন, “আমি এটা বলতে চাই না যে এটি তাকে তার দায়িত্ব থেকে সরিয়েছে। কিন্তু যেকোনো মানুষ, যিনি পরিবার ও কর্মজীবন একসাথে সামলান, তার পরিবার আক্রমণের শিকার হলে তা তাকে দুর্বল করে। প্রেসিডেন্টও এর বাইরে নয়।”

আইনজীবী আরও জানান, কোন ধরনের বৈজ্ঞানিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে তারা প্রমাণ করার চেষ্টা করবেন যে মার্কিন ইনফ্লুয়েন্সারের দাবি সম্পূর্ণ মিথ্যা।

প্রক্রিয়াটি দুঃখজনক হলেও, ব্রিজিত ম্যাক্রোঁ সত্য প্রকাশে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আইনজীবী বলেন, “সত্য প্রমাণে তাকে কিছু অস্বস্তিকর প্রক্রিয়া অতিক্রম করতে হতে পারে, তবুও তিনি প্রস্তুত। যা করতে হবে সবই করবেন।”

বিবিসির উপস্থাপক আইনজীবীকে প্রশ্ন করলে, তিনি জানান যে প্রয়োজনে ব্রিজিত ম্যাক্রোঁ তার গর্ভকালীন সময় ও সন্তানদের লালন-পালনের ছবি আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করবেন। তারা ইতিমধ্যেই এ ধরনের প্রমাণ সংগ্রহ করেছেন।