রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন চলাকালে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সালাউদ্দিন আম্মার। ওই পোস্টে তিনি বলেন, ‘জুলাইয়ের পর আবার মাইর খাওয়া শুরু হলো।
রাবি প্রশাসন গায়ে হাত তুলল, গলা চেপে ধরল।’
তিনি আরো বলেন, ‘কোনো অভিযোগ দেব না, তদন্ত কমিটিও গঠন করব না; শুধু পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করবে।
ইনসাফের লড়াইয়ে রাবিয়ানরা আরেকবার এগিয়ে আসেন।
Bekar Barta