নিউজটা ফেক, ওরা এআই দিয়ে মিথ্যা সংবাদ দিয়েছে

ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারসহ এর প্রতিবাদ জানিয়েছে দলটি। প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)।

তবে যুক্তরাষ্ট্র সফররত বিএনপি মহাসচিব টেলিফোনে সমকালকে বলেছেন, ‘ওই পত্রিকাকে আমি সাক্ষাৎকার দিইনি। কথা হয়েছে, তবে এ ধরনের কোনো কথাই আমি বলিনি।’ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধ প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা– জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ওই নিউজটা ফেক। ওরা (পত্রিকাটি) এআই দিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এ রকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। জামায়াতে ইসলামীর ৩০ আসন চাওয়ার বিষয়ে কোনো কথা আমি বলিনি। এটা এক ধরনের ষড়যন্ত্র। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য এমন কাজ করা হচ্ছে।’

ভারতের ওই গণমাধ্যমে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত’, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া উচিত’সহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি নিউজ দেখে মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাকে জানিয়েছেন, এ ধরনের কথা তিনি বলেননি। বিএনপি মহাসচিব স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের দৈনিক পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। তিনি এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।’

জামায়াতের প্রতিবাদ ও নিন্দা

জামায়াতে ইসলামী এক বিবৃতিতে বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তাঁর হয়ে থাকে, তবে আমরা এর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপনের আহ্বান জানাচ্ছি।

আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই: এনসিপি

গতকাল সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর দলের বিষয়ে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিবের বক্তব্য নিয়ে বলেন, ‘এনসিপি কোনো শক্তি কিনা, এটি ভোটের মাঠে জনগণই রায় দেবে।’

তিনি বলেন, ‘দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনা অথবা রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।’

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *