জোর করে কামিয়ে দেওয়া হয়েছে চুল! কাঁদতে কাঁদতে ফকির বলেন, ‘আল্লাহ, আল্লাহ তুই দেহিস’

হাতে লাঠি, কাঁধে ঝোলানো ব্যাগ,মুখ ভর্তি দাঁড়ি এবং মাথায় জটপাকানো চুল। হেঁটে যাচ্ছিলেন কোন একটি দোকানের উদ্দেশ্যে। তবে শেষ পর্যন্ত দোকানে আর যাওয়া হলো না তাঁর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ফকির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনজন তথাকথিত বক ধার্মিক বৃদ্ধ লোকটিকে ধাওয়া করছেন। কিছু বুঝে ওঠার আগেই তারা ফকিরকে টেনে-হিঁচড়ে নিয়ে গেলেন রাস্তার পাশে। শরীরের সবটুকু শক্তি খরচ করেও ওই বৃদ্ধ নিজেকে রক্ষা করতে পারছেন না। এক পর্যায়ে জোর করে রাস্তার পাশে চেপে ধরে মাথার সমস্ত চুল কেটে দেওয়া হয় তাঁর।

এমন অবস্থায় কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধ ফকির। চিৎকার করতে করতে বলেন, ‘আল্লাহ,আল্লাহ তুই দেহিস’। তিনি বার বার আকুতি করেন চুলগুলো না কাটার জন্য। তবে কোনভাবেই তথাকথিত সেই তিন ধর্ম ব্যবসায়ী কথা শোনেননি তার। শেষ পর্যন্ত কেটে ফেলা হয় মাথার সমস্ত চুল। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তার স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তীব্র সমালোচনায় জর্জরিত ফেসবুক। ভিডিওটির কমেন্ট বক্সে শাহারিয়ার শুভ নামে একজন লিখেছেন, ‘এই তবে আপনাদের ধর্ম চর্চা? ইসলাম এটা বলছে? ধর্মের দোহাই দিয়া এইভাবে জুলুম আল্লাহ সইবেন তো?’। সারোয়ার জাহান শহিদ লিখেছেন, ‘এই ধর্ম ব্যবসায়ীদের অতিদ্রুত শাস্তির আওতায় আনা হোক।’ লিমন লিখেছেন, ধর্মের নামে এরা জুলুমবাজ। এদের সর্বোচ্চ শাস্তি চাই। এছাড়া আরও একজন নেটিজেন লিখেছেন, এদের কারনে বাংলাদেশ নিষেধাজ্ঞায় পড়বে।

Check Also

বাঁশঝাড় থেকে উদ্ধার হলো ৯ মোটরসাইকেল, ঘটনা কি?

পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *