ইয়েমেনে হামলা হওয়া জাহাজের সব ক্রু পাকিস্তানি, কী ঘটেছে তাদের ভাগ্যে?

ইয়েমেনের একটি বন্দরে বাণিজ্যিক এক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ইরানের বন্দর আব্বাস থেকে ইয়েমেনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজটিতে হামলা হয়।

জিও নিউজের খবরে বলা হয়, সূত্র থেকে জানা গেছে, জাহাজের ক্যাপ্টেন এবং ২৪ জন ক্রু সদস্য সবাই পাকিস্তানি নাগরিক। এই ঘটনায় ক্রুদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে হামলা চালিয়েছে সে বিষয়েও কোনো তথ্য প্রকাশিত হয়নি।

কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, জাহাজটি ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো এলাকায় নেই। পাকিস্তান তার নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাচ্ছে।

একটি ভিডিও বার্তায়, ক্রুরা জানায়, ১০ দিন আগে ইয়েমেনের একটি বন্দরে ড্রোন হামলায় জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই বন্দরে এলএনজি নামানোর কথা ছিল। জাহাজটি তখন থেকে আটকা পড়ে আছে। হুতি সদস্যরা জাহাজে উপস্থিত ছিল এবং তাদের নামতে দিচ্ছিল না বলেও জানায় ক্রুরা।

জাহাজের ক্যাপ্টেন জিবুতিতে যাওয়ার জন্য তাৎক্ষণিক অনুমতি চেয়েছেন এবং পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এবং বন্দর মহাপরিচালকের সহায়তার অপেক্ষায় রয়েছে।

Check Also

ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের তিন দেশ

মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় ৩ দশমিক ৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *