রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল ৮টা ৫ মিনিটে আমাদের কাছে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার খবর আসে। পরে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং সকাল ৮টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিখোঁজের দুদিন পর ধানমন্ডি লেকে মিলল তরুণের মরদেহ
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে– এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।
Bekar Barta