ফেসবুকে ইসলাম অবমাননা: যুবককে গণপিটুনি, জুতার মালা পরিয়ে ঘোরানো

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় ফেসবুকে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়রা সোহাগ হোসেন (২৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে দেয়। তিনি ওই এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ‘সালাউদ্দিন’ নামের একটি ফেসবুক একাউন্ট থেকে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও পবিত্র কুরআনকে নিয়ে অবমাননাকর মন্তব্যসহ একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত যুবক ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে চান। বিষয়টি ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা তার বাড়িতে গিয়ে ঘটনাটি সম্পর্কে জানতে চান।

এ সময় সোহাগ হোসেন নিজেই স্বীকার করেন যে, তিনি ইচ্ছাকৃতভাবেই ওই পোস্ট দিয়েছেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় এবং জুতার মালা পরিয়ে দেয়। পরে খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, “কিছুদিন আগে ওই যুবক চুরির ঘটনায় আটক হয়েছিল। তখনই জানা যায় তার মানসিক সমস্যার বিষয়টি। আজকের ঘটনাতেও স্থানীয়দের উত্তেজনা প্রশমনে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও বলেন, “কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হবে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।”

Check Also

শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

শীতের তীব্রতা কমছেই না। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *