মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, এই কথাটা কি সঠিক?

আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে এই কথাটি দৃঢ়ভাবে বিশ্বাসও করেন। তবে এই কথাটি আসলে সঠিক নয়। ইসলামে এর কোনো ভিত্তি নেই।

এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন,‘মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না এমন কোনো কথা কোরআন-সুন্নাহর কোথাও আছে বলে আমাদের জানা নেই। এটা একান্ত কারো মনগড়া বাক্য।’তার দাবি, যদি ভাই-বোন জান্নাতি হন তবে পরকালে তাদের দেখা-সাক্ষাৎ হবে।

পবিত্র কোরআনের সুরা আবাসার ৩৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘সেদিন (কেয়ামত) মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। সেদিন মানুষ পলায়ন করবে আপন ভ্রাতা হতে।’আহমাদুল্লাহ জানান, এই আয়াতই প্রমাণ করে মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে। কাজেই যারা বলেন মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না, তাদের কথাটি সম্পূর্ণ ভুল।

Check Also

বাঁশঝাড় থেকে উদ্ধার হলো ৯ মোটরসাইকেল, ঘটনা কি?

পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *