`শেখ হাসিনাকে বাংলাদেশ সম্পর্কে আর কথা বলতে দেবে না ভারত!’

সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না।’

বুধবার (৮ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলায় প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা চিন্তা করছে ভারত—এমনটাও দাবি করেছেন মোস্তফা ফিরোজ।

তিনি বলেন, ‘ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী নির্বাচন থেকে যারা পরবর্তী সরকারে আসবে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। ভারত নিশ্চিতভাবেই জানে যে আগামী সরকার হবে বিএনপি অথবা জামায়াত সরকার। দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে ভারত।

ভারতে বসে তার দলের (আওয়ামী লীগ) নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে পারবেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ বা বাংলাদেশের সরকার নিয়ে কোনো প্রকার উসকানিমূলক বক্তব্য দিতে পারবেন না তিনি—দাবি মোস্তফা ফিরোজের।

দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের বরাত দিয়ে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। এই বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশ।

মোস্তফা ফিরোজ বলেছেন, ‘বাংলাদেশ সম্পর্কে ভারতে থেকে দিল্লিতে বসে কোনো কথা বলা যাবে না। যদি তিনি (শেখ হাসিনা) কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর উন্নত হবে না, স্বাভাবিক থাকবে না।’

Check Also

শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

শীতের তীব্রতা কমছেই না। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *