ধর্ম অবমাননায় অভিযুক্ত যুবকের হাতে ফিলিস্তিনের পতাকা, ৫ পুলিশ প্রত্যাহার

ময়মনসিংহে ধর্ম অবমাননা এবং সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফকে (৩৮) কোতোয়ালি মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে জানান, অভ্যন্তরীণ কারণে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন এবং চারজন কনস্টেবল। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ কনস্টেবলদের নাম জানা যায়নি।

এর আগে গত সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শামীম আশরাফকে আটক করে। এ ঘটনায় সদর উপজেলার চরআনন্দিপুর গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে মো. ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে মামলা করেন। মামলার বাদী খেলাফত মজলিসের নেতা বলে জানা গেছে।

সূত্র জানায়, শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামে একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে ‘ধর্ম অবমাননাকর’ মন্তব্য করেন। তার ফেসবুকের কমেন্ট ভাইরাল হলে শামীম আশরাফকে গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে ধর্মপ্রাণ মানুষ। এতে স্থানীয় আলেম ও উলামাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে শামীম আশরাফকে গ্রেপ্তারের পর গত ৭ অক্টোবর সংশ্লিষ্ট মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। ওই আবেদনটি আজ (৯ অক্টোবর) জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে শুনানি হয়। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক মো. শরীফুল হক আসামির বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পরিদর্শক পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান রিমান্ড শুনানি শেষে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।

Check Also

ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের তিন দেশ

মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় ৩ দশমিক ৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *