বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. সাহিদুর রহমান সাজু। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ঘোষিত ২০ সদস্যের চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন সাজু।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাজুর এই অর্জনে দলীয় সহকর্মী ও সহপাঠীরা অভিনন্দন জানিয়েছেন। তরুণ এই খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে হকি মহল।

Check Also

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। তাই বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *